দৈনিক যায় যায় বেলা,মোঃফয়সাল হোসেন,রাজশাহী ব্যুরো প্রধান:
"জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ ইং উদযাপিত হয়েছে। নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা'র সভাপতিত্বে গত বুধবার (২৯শে জানুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা চত্বরে ২দিন ব্যাপি এই মেলার উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ মিলে মোট ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান এবং সেই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকার নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তিমূলক স্টলগুলো প্রদর্শন করেন। পরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে উপজেলার নতুন হলরুমে কুইজ-কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি জোবায়দা সুলতানা, কৃষি অফিসার কামরুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার এমএ মান্নান, সহকারি শিক্ষা অফিসার শাহাজান আলী, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মতিন, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী সহ প্রমূখ।বিকালে উপজেলার নতুন হলরুমে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উৎসাহিত করে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানের শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মুকুট, ক্রেস্ট ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ ইং এর সমাপ্তি ঘোষণা করেন।