• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা ডালিম গ্রেপ্তার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিll

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একজন সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আল আমিন ফকির ডালিম নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে নবীনগর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আল আমিন ফকির ডালিম একজন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।ওসি আরও জানান, ডালিমের বিরুদ্ধে উপজেলায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর ডালিমকে নবীনগর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।


এ বিভাগের আরও সংবাদ