• রবিবার, ১১ মে ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
উলিপুরে মাদরাসাগুলোতে অবৈধ পদোন্নতির হিড়িক  নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার।। ঝালকাঠিতে ৬ হিন্দু কৃষকের পানের বরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা খবর শুনে গঠনাস্থল পরিদর্শন করেছেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন সহ উল্লেখযোগ্য জেলা বিএনপির নেতৃবৃন্দ।  বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে, বুদ্ধি প্রতিবন্ধী স্কুল জাতীয় করণ করা হবে বললেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন। পুলিশ সুপার পিরোজপুর মহোদয় কর্তৃক নাজিরপুর থানা পুলিশের মানউন্নয়নে ও জনসেবায় কান্ট্রিবোট বিতরন ।

চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির ১৫নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 
Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

বাংলাদেশ জার্তীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ১৫নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।মঙ্গলবার ২৮ জানুয়ারি বিকাল  ৪.৩০ মিনিটে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মো: ইউসুফ আলী, কামরুজ্জামান মুক্ত, মো: রিপন শেখ এর সঞ্চালনায়, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো: বিলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জার্তীয়তাবাদী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির  আহবায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁপাইনবাবগঞ্জ জেলার বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক চাইনিজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জর্জ কোটের সিনিয়র আইনজীবী এ্যাড গোলাম কবির,আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি এ্যাড. মোঃ সোলাইমান বিশু, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিএনপির আহবায়ক  আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সানোয়ার জাহান, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এ এইচ এম এম জামাল বাচ্চুসহ চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর বিএনপির নেতাকর্মীরা।এসময় বক্তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখহাসিনা ও আওয়ামী লীগ এর  কার্যকলাপ নিয়ে নানান সমালোচনা করেন।চাঁপাইনবাবগঞ্জ জেলার বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, শেখ হাসিনা ৪৫ মিনিটের নোটিশে দেশ ত্যাগ করেছে।চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া বলেন দল আগের মত করে চলবে না, এখন থেকে প্রতিটি ইউনিয়ন ও ওয়াড কমিটি হবে নির্বাচনের মধ্য দিয়ে। তিনি আরও বলেন, দলে কোন বিভক্তি করা যাবে না, যে ধানের শীষ পাবে আমরা তাকেই ভোট দিব।


এ বিভাগের আরও সংবাদ