মোঃনাছির চৌধুরী উপজেলা প্রতিনিধি নবীনগর,
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা সদরে সমবায় সুপার মার্কেটের জায়গা দখল করে অস্থায়ী দোকান তৈরি করা হয়েছে। জায়গাটি নবীনগরের প্রাণ কেন্দ্রে অবস্থিত নবীনগর সরকারী কলেজের প্রধান ফটকের সামনে এবং থানার সীমানা প্রাচীরের ঘেঁষা। এখানে ভাসমান ব্যবসায়ীরা ছাপড়ি ঘরে চটপটি, পিঠা ও ঝালমুড়ি বিক্রি করছেন। এতে সরকারী কলেজের প্রধান ফটকের সৌন্দর্য নষ্ট হচ্ছে।বেশ কয়েক বছর আগে সমবায় মার্কেটের কিছু ব্যবসায়ী জায়গাটি অবৈধভাবে দখল করতে চেয়েছিলেন। এতে সরকারি কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের প্রতিবাদে ঐ ব্যবসায়ীরা দখল ছাড়তে বাধ্য হয়। ঐ ব্যবসায়ীরা জায়গাটি ছাড়লেও আবার জায়গাটি নতুন করে দখল করা হয়েছে।সরকারি কলেজ গেটের সামনে এইসব দোকান থাকায়, এখানে বখাটেদের আড্ডা জমে প্রতিনিয়ত। বখাটে ছেলেদের দ্বারা ইভটিজিং শিকার হচ্ছে ছাত্রীরা।সাধারণ জনতার আরো অভিযোগ, এই দখলের কারণে আশপাশে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। এতে কলেজের শিক্ষার্থী এবং পথচারীদের নানান সমস্যায় পড়তে হচ্ছে। কলেজ শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন।ভাসমান ব্যবসায়ীরা বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা নিয়মিত ভাড়া দিয়ে ব্যবসা করছি। "কিন্তু কাকে ভাড়া দেন? এই প্রশ্নের উত্তরে তারা কিছু বলতে চাননা।