মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে ২৬ জানুয়ারি, ২০২৫ তারিখে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান স্যার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার মহোদয় জনাব উজ্জ্বল কুমার রায়। সভাপতিত্ব করেন জেলা পরিষদ, ঝালকাঠির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইমরান শাহরীয়ার। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উপজেলা পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ী স্কুল ও কলেজগুলোকে নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্কুল পর্যায়ে বিতর্কের বিষয় ছিল: “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ” এবং কলেজ পর্যায়ে বিতর্কের বিষয় ছিল: “ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ”। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন যে বিতর্ক একটি শিল্প যা মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিতর্কের প্রতিটি বিষয়ে দুই পক্ষই সমান গুরুত্বপূর্ণ। প্রতিযোগিরা তাদের যুক্তি, বুদ্ধিমত্তা এবং উপস্থাপনা দক্ষতার মাধ্যমে একটি পক্ষকে প্রাধান্য দিয়ে তা আরও গ্রহণযোগ্য করে তুলবেন।প্রধান অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের মেধা, দক্ষতা এবং উদ্ভাবনী শক্তির প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা বিতর্কের শিষ্টাচার বজায় রেখে নিজেদের যুক্তি-প্রতিভা বিকশিত করবে এবং ভবিষ্যতে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখবে।বিতর্ক মঞ্চ আমাদের যুক্তি-খণ্ডনের দক্ষতা বৃদ্ধি করে, বুদ্ধিমত্তাকে শাণিত করে এবং দক্ষ উপস্থাপনায় পারদর্শী করে তোলে। এ ধরনের আয়োজন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।