মোঃ মোল্লা ওমর ঝালকাঠি।
২৩ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দে (৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ) রাজাপুর উপজেলার আনসার সদস্যদের জন্য নির্মিত একটি নতুন আবাসন “জলাঙ্গী” এর শুভ উদ্বোধন করেন ঝালকাঠি জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব রাহুল চন্দ।উদ্বোধনী অনুষ্ঠানে মান্যবর জেলা প্রশাসক মহোদয় আনসার সদস্যদের পুরনো আবাসন পরিদর্শন করেন এবং তাদের বসবাসজনিত সমস্যা সম্পর্কে অবগত হন। তিনি আনসার সদস্যদের প্রতি গভীর মনোযোগ দিয়ে তাদের চাহিদা ও সমস্যাগুলোর গুরুত্ব অনুধাবন করেন। সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।জলাঙ্গী” আবাসন প্রকল্পটি আনসার সদস্যদের জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন। এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ আনসার সদস্যদের কর্মদক্ষতা ও মনোবল আরও বাড়িয়েতুলবে।