• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

রাজশাহীর মোহনপুরে সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মরার জন্য প্রস্তুত হ’ লিখা পোষ্টার সাঁটিয়ে হুমকি

দৈনিক যায় যায় বেলা, মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:-
Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

দৈনিক যায় যায় বেলা, মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:

রাজশাহীর মোহনপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের কাজ করা মোস্তাকিন বিল্লাহ বাড়ির মেইন গেট ওয়ালে কম্পিউটার প্রিন্ট করা কিছু কাগজে অশ্লীল গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি কথা লিখে আঠা দিয়ে লাগিয়েছে কেবা কাহারা। ‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ লিখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হুমকি দিয়ে এমন লেখা লিখে দেয়ালে সাঁটিয়ে দেয়।এ ঘটনার পর থেকে উদ্বিগ্ন মোস্তাকিম বিল্লাহ পরিবার। এ নিয়ে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে যার নম্বর-১১০২। উপজেলা বাকশিমইল ইউনিয়নের পরিজুনপাড়া গ্রামের আঃ রশিদের ছেলে মোস্তাকিম বিল্লাহ। বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি রাজশাহীর বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিলে বক্তব্য প্রদান করেন এবং এলাকায় সমন্বয়ক হিসেবেও তিনি কাজ করছেন।বিষয়টি নিয়ে সাধারন ডায়রী হওয়ার পরে সরজমিনে। মোস্তাকিম বিল্লাহ সাথে কথা বললে তিনি হুমকি দেওয়া প্রিন্ট কাগজগুলোতে বিষয়ে বলেন , ‘ঠিক আছে, আমিও মৃত্যুর জন্য প্রস্তুত। আমাকে দাবায়ে রাখতে পারবেন না। দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত। ৫ আগস্টের আগে ও পরে জানামতে, উপজেলার কোনো আওয়ামী লীগ নেতার কোনো রকম কোনো ক্ষতি আমি করি নাই। আমার বাসার সামনে লিখে গেলে, ‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’। আরে ভাই, আমি তো অনেক আগে থেকেই প্রস্তুত হয়ে আছি মরার জন্য। মানুষ মানেই মরণশীল। মরতে একদিন হবেই। দেশের জন্য না হয় জীবন দিয়ে দেব।’ এই সময় দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান‌্নান,বলেন পুলিশ নিজেদের মতো করে বিষয়টির তদন্ত শুরু করেছে। এ হুমকির ঘটনায় থানার একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আদালতে এই ঘটনার তদন্তের জন্য অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে সেটির তদন্ত শুরু হবে।


এ বিভাগের আরও সংবাদ