দৈনিক যায় যায় বেলা, মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:
বাংলাদেশ স্কাউটস মোহনপুর উপজেলায় রাজশাহী’র আয়োজনে ১৪ জানুয়ারি বেলা সাড়ে ১১ টায়, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ স্কাউটস মোহনপুর উপজেলা ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আয়শা সিদ্দিকা, এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষিকর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, মাধ্যমিক কর্তকর্তার এসএম মাহমুদ হাসান, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সহাকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চল সাবেক ডিআরসি মাহামুদুল হক, এ.এলটি, সাবেক রাজশাহী জেলা স্কাউটস সম্পাদক মতিউর রহমান মুন্না, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুজিত কুমার দেবনাথ, প্রধান শিক্ষক এ এম কাউয়ুম, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রধানসহ প্রতিটি প্রতিষ্ঠানের কাব ও স্কাউটস লিডার বৃন্দ। দ্বিতীয় অধিবেশনে ত্রি-বার্ষিক কাউন্সিলে বাংলাদেশ স্কাউটস মোহনপুর উপজেলার পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। কমিশনার প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক প্রাধন শিক্ষক আব্দুল আলিম শেখ, যুগ্ম সম্পাদক সহকারি শিক্ষক নেসার আহমেদ তুহিন, কোষাধ্যক্ষ খন্দকার তালাদ মাহমুদ, সহ-সভাপতি প্রধান শিক্ষক নূরে এ আলম সিদ্দিকী মুকুল, প্রধান শিক্ষক আবুল হোসেন, অধ্যক্ষ মকছেদ আলী, প্রধান শিক্ষক আ.স.ম আখতারুজ্জামান রানা, প্রাধান শিক্ষক সুলতানা পারভিন, গ্রুপ কমিটির সভাপতি নির্বাচিত হন সুলতানা মেহবুব শাপলা, এনামুল হক, সাবিয়ার রহমান, মুর্শিদা খাতুন সহ প্রমূখ।