• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড রাইজিং স্টার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠিত 

আবদুল হামিদ চকরিয়া উপজেলা প্রতিনিধি
Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

আবদুল হামিদ চকরিয়া উপজেলা প্রতিনিধি।

চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ সামাজিক সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশনের তৃতীয় বারের মতো কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ২০২৫-২৬ সেশনের জন্য কার্যকরী পরিষদ নির্বাচনেএতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মামুনুর রশিদ সভাপতি, আবু বকর সিদ্দিক সহ-সভাপতি ও আরমানুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।এছাড়া কমিটিতে তানজিরুল ইসলামকে সাংগঠনিক ও প্রচার সম্পাদক এবং শহিদুল ইসলাম উপেলকে অর্থ সম্পাদক মনোনীত করা হয়।নির্বাচনি পরিচালনা বৈঠকে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক, নূরানী কাফেলার সম্মানিত সেক্রেটারি মোঃ এহছানুল হক, তিনি বলেন বিনা প্রতিদ্বন্দ্বীতে নির্বাচিত হওয়া মানে বাকি সদস্যদের স্বার্থের বিসর্জন, এই স্বার্থের বিসর্জন দিতে পারলেই রাইজিং স্টার ফাউন্ডেশন স্ব গৌরবে প্রতিষ্ঠিত হবে। সদস্যদেরকে একতাবদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের জন্য আহ্বান করেন। উল্লেখ্য যে রাইজিং স্টার ফাউন্ডেশন ইতিমধ্যে সামাজিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। সামনে আরো বড় পরিসরে মানবতার পাশে থাকবে বলে সদস্যরা মত প্রকাশ করেন।


এ বিভাগের আরও সংবাদ