দৈনিক যায় যায় বেলা, মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর মোহনপুর উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি সেবা প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ ( জানুয়ারি) বিকালে উপজেলার বাকশিমইল ইউপি’র বিদ্যাধরপুর মাঠ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়। অতিরিক্ত কৃষি অফিসার, কৃষিবিদ এম. এ. মান্নান’র উপস্থাপনায় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আয়শা সিদ্দিকা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, বরেন্দ্র সহকারী প্রকৌশলী জি,এফ, হাসানুল ইসলাম ফারুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা,মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, উপজেলা ত্রান ও দূর্যোগ কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম ,উপজেলা প্রকৌশলী নুরুনাহার সহ প্রমূখ। উঠান বৈঠক প্রদর্শনীতে আলোচনার বিষয় ছিলো অনাবাদি পতিত জমি ও বসতবাড়ি আঙ্গিনাই পারিবারিক পুষ্টি উৎপাদন সহ ধান চাষ, শীতকালীন ফসল উৎপাদন, এবং সরিষা ফসলের মাঠ পরিদর্শন সহ বিভিন্ন কৃষি প্রযুক্তির কার্যক্রম তুলে ধরা হয়। এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের উঠান বৈঠক আলোচনার মাঝে আধুনিক প্রযুক্তি ও সেবা পৌঁছানোর লক্ষ্য তুলে ধরা হয়।কৃষি প্রদর্শনীতে উঠান বৈঠকে স্থানীয় কৃষক, কৃষাণী, তরুণ উদ্যোক্তা ও সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। তাদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ গাছের চারা ও অপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।এ ধরনের আয়োজন কৃষি ক্ষেত্রে উন্নয়ন ও প্রযুক্তির সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।