দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী কার্যালয় দূর্যোগ ব্যাবস্হাপনা শাখা দূমকী পটুয়াখালী। স্মারক নং ৫১,০১,৭৮৫৫,০০০৪১,০০৯,২৪,০১.এত দ্বার সংশিষ্ট সকলের অবগতির জন্য জানানো জাইতেছে লটারির নোটিশ ২০২৪,২০২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীন মাটির রাস্তা সমূহের টেকসই করার লক্ষে হেরিংবন বন্ড (এইসবিবি) করণ (২য় পর্যায়) ২য় সংশোধিত শীর্ষক প্রকল্প বাস্তবায়নের ঠিকাদার নির্বাচনের নিমিত্তে একটি প্যাকেজের উন্মুক্ত লটারী আগামী ১৫-০২-২০২৫ খ্রি. তারিখ রোজ বুধবার বেলা ১২:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হবেউল্লেখিত সময়ে ঠিকাদারগন এবং সংশ্লিষ্ট সকলকে উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল। মো: শাহীন মাহমুদ উপজেলা নির্বাহী অফিসার দুমকী, পটুয়াখালী।