• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

অষ্টগ্রামে শিয়ালে কামড় দেওয়ার ২৭ দিন পর শিশুর মৃত্যু। 

মোঃ ঝুটন মিয়া।(কিশোরগঞ্জ) 
Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

মোঃ ঝুটন মিয়া।(কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের অষ্টগ্রামে শিয়ালের কামড়ে আহত রাফি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। অষ্টগ্রাম উপজেলা সাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আসলে গতকাল হঠাৎ বমি করতে থাকে রাফি। চিকিৎসা নিয়ে সম্প্রতি বাড়িতে ফেরা ওই শিশুর অবস্থার অবনতি হলে তাকে গতকাল শুক্রবার ঢাকার একটি হাস্পাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় মারা যায়। রাফি অষ্টগ্রামের পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কবির খান্দান এলাকার বাসিন্দা মোঃ রিপন (মেম্বার) এর ছেলে। রাফির চাচা মোঃ মাহবুব আলম এ প্রতিনিধি কে জানান, গত ১৬ ডিসেম্বর শিয়ালের কামড়ে রাফি আহত হন। অষ্টগ্রাম উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলে গত ৪ দিন ধরে জ্বরে ভুগছিলেন রাফি। উন্নত চিকিৎসার জন্য রাফির পরিবার রাফিকে ঢাকার একটি হাস্পাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।


এ বিভাগের আরও সংবাদ