• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

কচুয়ায় গবরখোলা গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক রুহুল আমিন সরকারের দাফন সম্পন্ন

মোঃ হারুনুর রশিদ, কচুয়া প্রতিনিধঃ
Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

মোঃ হারুনুর রশিদ, কচুয়া প্রতিনিধl

চাদপুরের কচুয়া উপজেলা পাথৈর ইউনয়িন গবরখোলা গ্রামের কৃতিসন্তান মোঃ রুহুল আমিন সরকার দীর্ঘদিন অসুস্থতা থাকার পর গতকাল রাত ১১টার সময় তাহার নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন…. ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজীউন। মৃত্যুকালে মুরহুমের বয়স হয়েছিল ৬০বছর। তিনি ৪ছেলে ১কন্যা ও নাতী,নাতনীসহ এলাকায় অসংখ্য গুণগ্রাহী রেখে তিনি দুনিয়া মায়া ছেড়ে চলে যান।মুরহুমের জানাজার নামাজ শুক্রবার সকাল ১১টার সময় গবরখোলা আদর্শ দাখিল মাদ্রাসার মাঠে তাহার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পারিবরিক সূত্রে জানাযায়, মুরহুম রুহুল আমিন সরকার দীর্ঘদিন যাবত গবরখোলা কেন্দ্রিয় জামে মসজিদের সাধারণ সম্পাদক পদে সততা সহিত দায়িত্ব পালন করেছেন এবং এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডেও এগিয়ে আসতেন।তারা এমন একজন সততার সহিত দায়িত্ব পালনকারী লোককে হারিয়ে, মুরহুমের মৃত্যুতে এলাকাবাসী ও আসেপাশের অসংখ্য লোকজন তাহার শোকাহত পরিবারের প্রতি গভীর শোকও সমবেদনা প্রকাশ করেন।


এ বিভাগের আরও সংবাদ