• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

এসএসসি ৯০ ফাউন্ডেশনের উদ্যোগে চৌহালীতে শীতবস্ত্র বিতরণ

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের পাথরাইল চরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি)বিকেলে আয়োজিত এ মানবিক উদ্যোগে প্রায় পৌনে ৪শ শীতার্ত পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বিতরণকৃত শীতবস্ত্রের মধ্যে ছিল কম্বল, বড়দের জন্য হুডি এবং ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের উষ্ণ কাপড়।১৯৯০ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের উদ্যোগে প্রতিষ্ঠিত এবং সরকার নিবন্ধিত ৯০ ফাউন্ডেশনের আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, ৯০ ফাউন্ডেশনের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বিশ্বাস, মেজর (অব.) জিয়া মাহমুদ খান, সাধারণ সম্পাদক তালহা মাহমুদ শামীম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক জিনাত নাসরিন সুমনা এবং তরুলতা সংগঠনের মহাসচিব আরজু নাছরিন পনি।৯০ ফাউন্ডেশনের পিছিয়ে পড়া বন্ধুদের সহযোগিতা করা সহ দেশের জাতীয় দুর্যোগে সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংগঠনটির উপদেষ্টা মেজর (অব.) জিয়া মাহমুদ খান।


এ বিভাগের আরও সংবাদ