মির্জাগঞ্জ প্রতিনিধ।
মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ : পটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিশাল ওয়াজ ও তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮) জানুয়ারি সুবিদখালী রহমান পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই মাহফিলে প্রধান বক্তা হিসাবে তিনি ওয়াজ নসিহত করেন। রাত ১০টায় তিনি মঞ্চে ওঠেন।মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ডক্টর মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান নাসির উদ্দিন জাহাঙ্গীর। সঞ্চালনা করেন মাহফিল কমিটির সদস্য সচিব-বাংলাদেশ জামাতে ইসলামে মির্জাগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মোঃ সিরাজুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, সহসভাপতি মোঃ আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন সিকদার প্রমুখ।আমির হামজা পবিত্র কুরআনের সুরা মায়েদার ১২ নম্বর আয়াতের কিছু অংশের তাফসীর পেশ করেন। আলোচনা প্রসঙ্গে পবিত্র কুরআন থেকে অনেকগুলো আয়াত তিনি তাঁর সুরেলা কন্ঠে তেলাওয়াত করেন। তিনি স্বৈরাচার শেখ হাসিনার ব্যাপক সমালোচনা করেন।মিথ্যা মামলা, অত্যাচার,অনাচার,আয়না ঘরে বন্দি দশাদের চিত্র সহ আলেমদেরকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জেলখানায় বছরের পর বছর আটকে রেখে রিমান্ডে নিয়ে কিভাবে ভয়ংকর শাস্তি দিয়েছে এসব লৌমহর্ষক ও হৃদয়বিদারক চিত্র তুলে ধরেন।তিনি নিজেও আড়াই বছর জেলবন্দি ছিলেন। তাঁর নিজের এবং জেলবন্দি আল্লামা মামুনুল হকের জেল জীবন কিভাবে কেটেছে সেটাও বর্ণনা করেন। মরহুম দেলোয়ার হোসেন সাঈদীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।মূলত তিনি পাঁচটি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। বিষয়গুলো হচ্ছে নামাজ আদায় করা,রাসূলদের প্রতি ঈমান আনা, রাসূলের ওয়ারিশের পরিচয় ও মর্যাদা,যাকাতের তাৎপর্য,কর্জে হাসানা ইত্যাদি। এছাড়াও তিনি রাষ্ট্র পরিচালনায় সরকার ব্যবস্থা,রাষ্ট্রের অর্থনীতি,রাজনীতি,সুদ-দুর্নীতি ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করেন।আলোচনা শেষে তিনি মোনাজাত ও দোয়া পরিচালনা করেন। বাংলাদেশ জামাতে ইসলামের মির্জাগঞ্জ উপজেলা শাখার সাবেক তিনজন আমির যারা ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করেন।সৌদি আরবে খুতবা পাঠ করার সময় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয় এমন বার্তা দিয়ে সম্মান প্রদর্শনপূর্বক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন।স্থানীয়ভাবে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন নান্নুর জন্য দোয়া করেন, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর জন্য দোয়া করেন। এছাড়া তিনি বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনের রয়েছেন তিনি যেন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে আসেন সেজন্য দোয়া করেন ,তারেক রহমানকে মজলুম নেতা হিসাবে আখ্যায়িত করে তাঁর জন্য দোয়া করেন, ডাক্তার জোবাইদা রহমানের জন্য দোয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করেন।