• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

মোংলায় কোস্টগার্ডের অভিযানে ১১কেজি হরিণের মাংস সহ ৬ চোরাকারবারী আটক 

মোঃ আবু বকর সিদ্দিক মোংলা :
Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

মোঃ আবু বকর সিদ্দিক মোংলা l

মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১ কেজি অবৈধ হরিণের মাংস সহ ০৬ জন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড । বুধবার ০৮ জানুয়ারী (২০২৫) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ০৭ জানুয়ারী (২০২৫) দুপুর ২ টায় কোস্টগার্ড মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে । অভিযান পরিচালনাকালে মোংলা হতে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ১১ কেজি অবৈধ হরিণের মাংস সহ ০৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটককৃত চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানা পুলিশের উপস্থিতিতে স্টেশন কর্মকর্তা ঢাংমারী ফরেস্ট অফিস, চাঁদপাই এর নিকট হস্তান্তর করা হয়।


এ বিভাগের আরও সংবাদ