• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

নীলফামারীতে র‍্যাবের অভিযানে গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার।

মোহাম্মদ লাল মিয়া (জাহিদ), নীলফামারী প্রতিনিধি: 
Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

মোহাম্মদ লাল মিয়া (জাহিদ), নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামী লিখন ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)। লিখন কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর দেওয়ানীপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। র‍্যাব সুত্র জানায়, গত ৬ অক্টোবর কিশোরগঞ্জে পানিয়ালপুকুর এলাকার এক নারীকে অপহরণ করে ডিমলার চাপানি এলাকার রব্বানীর বাড়িতে নিয়ে যায়। সেখানে লিখনসহ আরো দু’জন মিলে ওই নারীকে গণধর্ষণ করে তারা। কিশোরগঞ্জ থানার মামলার প্রেক্ষিতে র‍্যাব-১৩ এর সিপিসি-২ এর একটি অভিযানিক দল শনিবার রাতে সৈয়দপুরের কামারপুকুর কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করে। দৈনিক যায়যায় বেলা” কে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ সাইফুল্লাহ নাঈম। তিনি জানান, গ্রেফতার লিখনকে কিশোরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ