হিজলা প্রতিনিধি ।।
বিশ্ব ইজতেমার মাঠে গভীর রাতে নিরীহ মুসল্লিদের উপর সাদপন্থী সন্ত্রাসীদের অতর্কিত হামলা ও হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের হিজলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।হিজলা উপজেলার আলেম ওলামা ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা স্মরণীতে দাঁড়িয়ে বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, ১৭ ডিসেম্বর গভীর রাতে টঙ্গীর ইজতেমার মাঠে ঘুমন্ত তাবলীগের সাথীদের উপর অতর্কিত হামলা চালায় সাদপন্থী উগ্রবাদী কিছু সন্ত্রাসীরা। নৃশংস এই হামলায় ৭জন নিহত হয়েছেন।আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অসংখ্য সাথীরা। সাদপন্থীদের তাবলীগের নামে এজাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মতো একটি শান্তিপ্রিয় মুসলিম দেশে কিছুতেই চলতে দেয়া যায় না।দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতার পক্ষ থেকে আবেদন হলো ভবিষ্যতে তাবলীগের নামে কোনো মসজিদে সাদপন্থীদের কার্যক্রম যাতে চলতে না পারে এ ব্যাপারে ঐক্যবদ্ধভাবে সকলকে সতর্ক থেকে সর্বোচ্চ প্রতিরোধী ভূমিকা পালন করতে হবে।এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা সালাহউদ্দিন খান, আলহাজ্ব মাওলানা আঃ রহিম, মাওলানা আঃ মতিন, মাওলানা বেলাল হোসাইন, মুফতি হাবিবুল্লাহ, মুফতি আ রশীদ আহমেদ, হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।