বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ী গ্রামে মাদকদ্রব্য সেবনকালে সুজন নামের একজনকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। সে অত্র এলাকার আব্দুস সাত্তারের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাকে গ্রেফতার করে মধুপুর থানা পুলিশ। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন । সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি বিশেষ টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।