নুরুল কবির সাতকানিয়া প্রতিনিধি ।।
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে বালু পাচারকারী চক্রের সশস্ত্র হামলায় ৪ জন গ্রামবাসিকে গুরুতর আহত করার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতার এবং বালু পাচার বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নারীসহ কয়েক’শ এলাকাবাসী অংশ নেয়।মঙ্গলবার [২৪ ডিসেম্বর] বেলা ১১টার দিকে সাতকানিয়া উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব খোর্দ্দ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তাগণ বলেন, গত ৫ আগস্ট পরবর্তী সময় থেকে একটি চক্র জামায়াত-বিএনপি’র নাম ভাঙ্গিয়ে সাতকানিয়া উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বহনামুড়া এলাকায় পাহাড়ি ছরায় কয়েকটি স্যালোমেশিন বসিয়ে বালু উত্তোলন করে দিনেরাতে পাচার করে আসছে।প্রতিদিন অন্তত অর্ধশতাধিক বালুবাহী ট্রাক-ডেম্পার গাড়ি চলাচলে সংশ্লিষ্ট এলাকার জনচলাচলের সবকটি রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে।গাড়িসৃষ্ট ধুলোঝড়ে রাস্তার পাশবর্তী দোকানপাট, বসতবাড়ি, ফসলের ক্ষেত ও অন্যান্য স্থাপনায় ধুলোর আস্তরন ঝমে। বালু পাচারকারীদের সশস্ত্র আনাগোনায় এলাকাবাসি দিনের পর দিন মুখ বন্ধ করেছিল।বক্তাগণ আরো বলেন, অতিষ্ঠ হয়ে সোমবার [২৩ ডিসেম্বর] দুপুরে বালুবাহী ডেম্পার গাড়ি চলাচলে নিষেধ করলে ক্ষুব্ধ হয়ে বালু পাচারকারী জিসান, নেওয়াজ হোসেন নিশাদ, বাবা জাহাঙ্গীর, মোঃ আলী মিয়া, মালাই জসিম, কালা জসিম, পাগলা খোরশেদ, আফসার কামাল ভুট্টো, রবিউল ইসলাম রবি, ইকবাল হোসেন, আবুল কালাম, কাইছার, শাহ আলম, তারেক, তাফসির ও সোহাগের নেতৃত্বে । শতাধিক সশস্ত্র সন্ত্রাসী মোটর সাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা যোগে এসে গ্রামবাসীর উপর হামলা চালায়।তাদের হামলায় ৪ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত মোঃ শহিদকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ [চমেক]হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যরা হলেন সাইফুদ্দীন কায়সার রিদুয়ান ও নুরুন্নবী।পারভেজ মোশাররফের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,মোঃ নুরুন্নবী, নজরুল ইসলাম,চেমন আরা বেগম,জয়নাব বেগম,মাসুদ করিম,আমির হোসেন,খাইর আহমদ সওদাগর, দেলোয়ার হোসেন প্রমূখ ।