• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

চকরিয়া থানার অভিযানে মহাসড়কে গরু চোর ও মলম পার্টি সহ ৭ জন গ্রেফতার 

চকরিয়া উপজেলা প্রতিনিধি ।।
Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

চকরিয়া উপজেলা প্রতিনিধি।

চকরিয়া থানা পুলিশ ইং ২২/১২/২০২৪ খ্রিঃ তারিখ রাত ২০.০০ ঘটিকা হতে ২৩/১২/২০২৪ খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে-মহাসড়কে ডাকাতির ঘটনায় ০২ জন ডাকাত, মলম পার্টির ০৩ জন, গরু চুরির ঘটনায় গরু ১ জন, নাশকতায় জড়িত ০১ জন সহ সর্বমোট ০৭ (সাত) জনকে গ্রেফতার করে’’। ১। মোঃ জালাল আকবর (২৬), পিতা-মাহবুল আলম, মাতা-সালেহা বেগম, সাং-জয়নগর পাড়া, ০৬নং ওয়ার্ড, ২। মোঃ হামিদ হোসেন (২১), পিতা-মৃত কালু মিয়া, মাতা-নুর নাহার বেগম, সাং-পূর্ব গর্জনতলী, ০৪নং ওয়ার্ড, উভয় ইউপি-খুটাখালী, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ৩। আব্দুল্লাহ আল মুহম্মদ রাকিব (২২), পিতা-রুকেল বাবুর্চি, সাং-মাইজঘোনা, উত্তর পাড়া, ৫নং ওয়ার্ড, ইউনিয়ন- সাহারবিল, উপজেলা- চকরিয়া, জেলা- কক্সবাজার, ৪। সামশুল আলম (৪০), পিতা-মৃত আবু শামা, ৫। জনুয়ারা বেগম (৩২), স্বামী সামশুল আলম, উভয় সাং- চৌয়ারফাঁড়ি, পাইলা পাড়া, ৯নং ওয়ার্ড, সাহারবিল ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ৬। মোঃ ফিরোজ (৪৩), পিতা- সামশুল আলম, সাং- মারিশা রানিয়া (মৌলভী পাড়া), ৭নং ওয়ার্ড, বাহারছড়া ইউপি, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজারসহ ৭জন। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ