বরিশাল জেলা প্রতিনিধি।
গাড়ি চুরি যাওয়া ড্রাইভার মোঃ শামিম শাহ(৪৬), পিতা- আবদুস সালাম শাহ, সাং- ইছাকাঠি, থানা- এয়ারপোর্ট, জেলা- বরিশাল একজন ড্রাইভার। অনেক কষ্টে অর্জিত অর্থ পুজি করে একটি ড্রাম ট্রাক ক্রয় করে। তার মালিকানাধীন ড্রাম ট্রাকটি (যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ড-১১-২৭৯৬, ইঞ্জিন নং- 483NDAL244669, চ্যাসিস নং- MC223CRC4B1212256 ) ইং ১৫/১২/২০২৪ দিবাগত রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময়ে এয়ারপোর্ট থানাধীন কাশিপুর হাই স্কুল সংলগ্ন ট্রাক টার্মিনালে রাখিয়া বাড়ীতে যায়। পরের দিন অর্থাৎ ১৬/১২/২০২৪ ইং তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় টার্মিনালে আসিয়া তার ড্রাম ট্রাকটি দেখিতে পায় না। তার ধারনা উক্ত ট্রাকটি ১৫/১২/২৪ ইং তারিখ রাত ০৯.০০ ঘটিকার পর হতে পরের দিন সকাল ০৮.০০ ঘটিকার মধ্যে যে কোন সময়ে চোর বা চোরেরা চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজা খুজি করে না পেয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় একটি চুরি মামলা (এয়ারপোর্ট থানার মামলা নং- ২২, তারিখ- ২১/১২/২৪ ইং, ধারা- ৩৭৯ পেনাল কোড) করে।মামলা রুজুর পরপরই সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম, বিএমপি, বরিশাল মহোদয়ের দিক-নির্দেশনা ও উপ-পুলিশ কমিশনার (উত্তর), জনাব রুনা লায়লা, বিএমপি, বরিশাল এর পরিকল্পনায় এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ জাকির শিকদারের সহযোগিতায় এসআই/মোঃ লোকমান হোসেন এর নের্তৃত্বে এয়ারপোর্ট থানার একটি চৌকস পুলিশ টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির মাধ্যমে চোরাই দলের সক্রিয় সদস্য ১। মোঃ নাজমুল হাসান(২৫), পিতা- আউয়াল, মাতা- বিউটি বেগম, সাং- পূর্ব রহমতপুর, ২। মোঃ শরীফ হাওলাদার(২১), পিতা- মোঃ হুমায়ূন কবির, মাতা- মোসাঃ ফরিদা বেগম, সাং- পশ্চিম রহমতপুর, উভয় থানা- এয়ারপোর্ট, জেলা- বরিশাল দ্বয়কে গাজীপুর মহানগর গাছা থানা এলাকাধীন ইউনিক গার্মেন্টস এর সামনে হতে ইং ২১/১২/২০২৪ তারিখ ১৭.৩০ ঘটিকায় গ্রেফতার করে তাদের হেফাজত হতে বাদীর চোরাই যাওয়া ড্রাম ট্রাকটি উদ্ধার করা হয়। তাদেরকে গাজীপুর মহানগর এলাকা হতে অদ্য ২২/১২/২৪ ইং তারিখ এয়ারপোর্ট থানায় হাজির করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হলে উক্ত আসামীদ্বয় নিজেকে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে অদ্য ২২/১২/২০২৪ ইং তারিখ বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে।