চকরিয়া উপজেলা প্রতিনিধি।।
কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মীর কাশেম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটের সময় মালুমঘাট ষ্টেশনের লাগোয়া উত্তর পাশে রিংভং সোয়াজানিয়া জামে মসজিদ সংলগ্ন রেললাইন ব্রীজের পাশে এ র্দুঘটনা ঘটেছে।নিহত-মীর কাশেম (৭০) পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী গ্রামের মৃত রহিম দাদের ছেলে।ট্রেনের ধাক্কায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডুলাহাজারা ইউপির প্যানেল চেয়ারম্যান-২ রিয়াজ উদ্দিন শিপু।তিনি স্হানীয়দের বরাত জানান,দুপুর ২টার পরে হাসপাতালে চিকিৎসা শেষে বের হয়ে রেল সড়কের পাশ দিয়ে হেঁটে-হেঁটে সোয়াজানিয়া মসজিদের দিকে যাওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এলাকাবাসী আরো জানান,ট্রেনটি খুব বেশি হরণ বাজি ছিল।তবুও বৃদ্ধ লোকটি সরলো না।বোধয় কানে শুনে না।নিহতের স্বজনেরা জানান-মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী ফ্রি চিকিৎসার কার্যক্রম চলছিল।সেখানে চিকিৎসা করতে আসেন তিনি। আল্লাহর হুকুমে ট্রেনের ধাক্কায় মারা গেছে। এতে আমরা কাউকে দায় করছি না।