• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

সাতকানিয়ায় আশা খোদারহাট স্বাস্থ্যকেন্দ্রের ফ্রি মেডিকেল ক্যাম্প

নুরুল কবির সাতকানিয়া চট্রগ্ৰাম
Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

নুরুল কবির।

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী পনের হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। এরই অংশ হিসেবে সাতকানিয়ায় আশা খোদারহাট স্বাস্থ্য কেন্দ্র কর্তৃক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষা, নায্যমূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়া ৫-১৬ বছর বয়স শিশু-কিশোরদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। সকালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন চরতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন। খোদারহাটের বিএম সৈয়দ মো. ইয়াসিন মিঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য হোসনে আরা বেগম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সরওয়ার বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মো. ওয়াহিদ শিকদার, সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, সরওয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আবছার তালুকদার ও সহকারী শাখা ব্যবস্থাপক লিটন সেন। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন আশা খোদারহাট হেলথ সেন্টারের ইনচার্জ মো. মাসুদ হোসেন। আশা কর্পোরেট সোশ্যাল রেসপনসেবিলিটি কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্বৃত্ত তহবিল থেকে যোগান দেয়া হয়।


এ বিভাগের আরও সংবাদ