ঝালকাঠি থেকে মোল্লা শাওন।।নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সোমবার সকাল সাড়ে ৬টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন আশরাফুর রহমান,ও জেলা পুলিশ সুপার।সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ঝালকাঠি জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান , ঝালকাঠি এবং ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায, ঝালকাঠি পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন। সময় আরো উপস্থিত ছিলেন শেখ ইমরান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ঝালকাঠি, জনাব মহিতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঝালকাঠি , অফিসার ইনচার্জ ঝালকাঠি সদর মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ঝালকাঠি , ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ইনচার্জ শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স, ঝালকাঠি সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি সহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ সিনিয়র সাংবাদিক বৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। ও সকাল সাড়ে ৮টায় সার্কিট হাউজ চত্তরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তেলন ও সালাম গ্রহণ করেন ঝালকাঠির জেলা প্রশাসক সহ জেলা পুলিশের উল্লেখযোগ্য কর্মকর্তাগণ।এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, শিশুদের চিত্রঙ্কন প্রতিযোগিতাসহ দিনভর নানা কর্মসূচির আয়োজন করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।