নুরুল কবির সাতকানিয়া।
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৫-২৬ সেশনের আমীর মাওলানা কামাল উদ্দিন ও সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈনকে মনোনীত করে কর্মপরিষদ গঠন করা হয়েছে।শনিবার (১৫ ডিসেম্বর) সকালে এক অস্থায়ী কার্যালয়ে মজলিসে শূরার বৈঠকে সাতকানিয়া উপজেলা কর্মপরিষদ গঠন করা হয়।মজলিসে শূরার বৈঠকে প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর উপস্থিতিতে ২০২৫-২৬ সেশনের জন্য সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর হিসেবে মাওলানা কামাল উদ্দিন ও সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈনকে মনোনীত করে ১৫ জনের কর্মপরিষদ গঠিত হয়।কর্মপরিষদের অন্যরা হলেন - নায়েবে আমীর মাস্টার আবদুস সোবহান,সহ সেক্রেটারী মুহাম্মদ আজিজুর রহমান ও মাওলানা আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী,বায়তুলমাল সম্পাদক রফিক উদ্দীন,সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম, দাওয়া সম্পাদক মাওলানা ফৌজুল কবির, শিক্ষা কার্যক্রম সম্পাদক মাওলানা মাহমুদুল হক, ওলামা সম্পাদক মাওলানা আবু আহমদ,শ্রম সম্পাদক ডা মুহম্মদ ইউনুস, আন্ত:ধর্মীয় সম্পাদক ডা রেজাউল করিম, আইটি,মিডিয়া সম্পাদক ইন্জিনিয়ার কামরুল ইসলাম,অফিস সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল নোমান, মহিলা সম্পাদিকা : ফাতেমা ইয়াসমিন।প্রধান অতিথি আনোয়ারুল আলম চৌধুরী বলেন,ফ্যাসীবাদের দোসররা সাতকানিয়া প্রত্যেক গ্রামে অরাজকতা, জুলুম,শোষন করে পালিয়েছে,সাতকানিয়াতে ইনসাফ, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নতুন দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করে জনগণের পাশে থাকতে হবে।