• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

রাজশাহীর মোহনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত 

দৈনিক যায় যায় বেলা, মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:-
Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

দৈনিক যায় যায় বেলা, মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:

রাজশাহীর মোহনপুর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৪নং মৌগাছি ইউনিয়নের মূগরইল বদ্ধ ভূমিতে শনিবার ১৪ই ডিসেম্বর সকাল ১০,০০ টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ সহ উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা।অনুষ্ঠান পরিচালনা করেন কৃষিসম্প্রসারণ অফিসার কৃষিবিদ এম,এ, মান্নান অতিরিক্ত কৃষি অফিসার, এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) জোবায়দা সুলতানা, কৃষি অফিসার কামরুল ইসলাম,মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান‌্নান, উপজেলা শিক্ষা অফিসার রশিদা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, জামায়াতে ইসলামীর আমীর জি,এ,এম আব্দুল আওয়াল,বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, বিভূতিভূষণ সরকার, মৌগাছি ইউপি প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস,সাহিন আকতার সামসুজ্জোহা, নূরে আলম সিদ্দিকী মুকুল, ইউনুচ আলী, বেলাল হোসেন সহ সাংবাদিক বৃন্দ। সভাপতি ( ইউএনও) বক্তব্যে বলেনআজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজীর নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।আলোচনা অনুষ্ঠান সমাপ্তির আগে সভাপতি বলেন প্রশাসন সহ বিভিন্ন দপ্তর ও দলীয় সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা মোহনপুর উপজেলা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।


এ বিভাগের আরও সংবাদ