মোহাম্মদ লাল মিয়া (জাহিদ), নীলফামারী প্রতিনিধি।
নীলফামারীর জলঢাকায় গতকাল শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে গোলনা কালিগঞ্জ বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন- উপজেলা নিবার্হী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজাউল কবির সজিব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সামজিদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন গোলনা ইউ'পি সচিব গুলজার রহমান ও সকল ইউ'পি সদস্য এবং গ্ৰাম পুলিশ সদস্যরা। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ৪নং ওয়ার্ড ইউ'পি সদস্য মাওলানা ওবায়দুল ইসলাম। দিবসটি উপলক্ষে সকল সারে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনায় বাদ যোহর (সুবিধাজনক সময়ে) সকল মসজিদ, মন্দির, গির্জা,প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।