বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধিll
সাংবাদিকদের দেশ ছাড়া করার হুমকি দেয়ায় বরিশালের বাকেরগঞ্জে উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার (৮ডিসেম্বর) বেলা ২ টায় বাকেরগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ইমরান খান সালামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ ক্লাবের সভাপতি আতাউর রহমান রহমান, সহ-সভাপতি গোলাম মোস্তফা, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি প্রমূখ।মানববন্ধনে দৈনিক দক্ষিণ বঙ্গের সম্পাদক সাইদুর রহমান, দৈনিক কালবেলার প্রতিনিধি উত্তম কুমার দাস, দৈনিক সংগ্রামের মোঃ খলিলুর রহমান, দৈনিক মতবাদের শফিকুল ইসলাম নাসির, দৈনিক আমাদের সময়ের বশির আহমেদ, দৈনিক সময়ের বার্তার বিএম রেজাউল, দৈনিক আজকের পরিবর্তনের শাখাওয়াত হোসেন মনির, দৈনিক কালের সাক্ষীর কেএম সোহেল হাসান মুসা, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন সুজন, সাংবাদিক এস এম জুয়েল, দৈনিক মুক্ত খবরের জাহিদুল ইসলাম মনির, দৈনিক ভোরের অঙ্গীকারের মাসুদুর রহমান মোর্শেদ, দৈনিক তারুণ্যের বার্তার মোঃ আবুল বাশার, দৈনিক সকালের বার্তার সুমন ভূঁইয়া, সাংবাদিক গাজী মোঃ কবির, এইচএম কামাল মৃধা, দৈনিক সকালের খবরের মাইনুল ইসলাম, বিডি অপু উপস্থিত ছিলেন প্রমূখ। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে স্বৈরাচারের দোসর পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিনয় কুন্ড গত ৬ ডিসেম্বর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীমন্ত নদী ও সরকারী রাস্তার জমি দখল করে অবৈধ দোকানঘর নির্মাণ কাজ শুরু করেন। এখবর পেয়ে উপজেলার সংবাদ কর্মীরা ছবি ধারণ ও তথ্য সংগ্রহ করতে গেলে ভূমিদস্যু বিনয়কুন্ড ও তার সহায়তাকারী নাসির উদ্দিন রোকন ডাকুয়া সাংবাদিকদের হেনস্তা ও তাদের সাথে অশালীন আচরণ করে। এমনকি তাদেরকে খুনজখমসহ দেশ ছাড়া করার হুমকি দেয়। এ ঘটনা উপজেলার সাংবাদিক সমাজ চরম বিক্ষুব্ধ। বক্তারা অবিলম্বে হুমকি দাতা বিনয় কুন্ড ও রোকন ডাকুয়াকে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন সংগ্রাম করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।