• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

রাজশাহীর মোহনপুরে দি-পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দৈনিক যায় যায় বেলা, মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:-
Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

দৈনিক যায় যায় বেলা, মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:

রাজশাহীর মোহনপুর উপজেলায় দি- পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে ।শুক্রবার ০৬( ডিসেম্বর) জুম্মার নামাজের পরে বিক্ষোভ মিছিল করেন রাজশাহী -টু নওগাঁ আঞ্চলিক মহাসড়ক এবং মোহনপুর উপজেলা সাস্হ কমপ্লেক্সে সংলগ্ন গেট জুড়ে রাস্তা অবরোধ করে, মোহনপুরের শিক্ষার্থী এবং এলাকাবাসী ও সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল করেন। এর আগে দি- পপুলার ডায়াগনস্টিক সেন্টারের আলমগীরের বিরুদ্ধে সইপাড়া সোঁনার পাড়া গ্রামের আনোয়ারের ৫/৬ বছরের মেয়ে লামিয়ার ভাঙ্গা পায়ের অপচিকিৎসার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন মোহনপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। তারপরও থেমে নেই দি- পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসা। এসময় বিক্ষোভ মিছিলের পক্ষ থেকে বক্তব্য দেন সাঁকুয়া জামে মসজিদের ইমাম আবুল হাসেম, তিনি বলেন দি- পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মালিক নাজমুলের খুটির জোর কথায়, আমাদের দাবি আর কোন লামিয়ার মত অপচিকিৎসায় পুঙ্গত্ব হতে দিবোনা। আমাদের এই বিক্ষোভ তার দি- পপুলার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হোক।এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান‌্নান প্রতিশ্রুতি দিয়ে বলেন আপনাদেন দাবি মেনে নেওয়া হবে। জুম্মার দিন রাস্তার অবরোধ তুলে নেন আমি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহদয়ের সাথে রবিবার কথা বলে তার বিরুদ্ধে ব্যবস্হা নিবো,আমি কথা দিলাম এ সময় পর্যন্ত তার দি- পপুলার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ থাকবে।


এ বিভাগের আরও সংবাদ