মধুপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত।বাবুল রানা মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।।
অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এবং সুইড প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এবং পরেশ হাগিদক অটিস্টিক বিদ্যালয়ের যৌথ সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে বণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মুসলিমা আকতার মাসুদা। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।সুইড প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেরামত আলী ও মামুনুর রহমান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মো. জামালুল করিম।এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন সুইড প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ১৫ টি হুইল চেয়ার, ৩ টি ফুলডিং ওয়াকার, ২ টি টয়লেট চেয়ার, ১টি কর্নার চেয়ার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।