• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন চট্টগ্রামের সাতকানিয়ার ছেলে সাইমন সাকিব  

নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি 
Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি।

পড়বেসাম্প্রতিক অনুষ্টিত এটিএন রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় বাচাই পর্বে দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১০নং কেঁওচিয়া ইউনিয়নের কেঁওচিয়া ১নং ওয়ার্ড বড় উত্তর পাড়া মো: আকতার হোসেন’র ১১ বছরের ছোট ছেলে হাফেজ মো: সাইমন সাকিব। সাইমন সাকিব বর্তমানে পার্বত্য জেলা বান্দরবান আই, কে দারুল হিদায়া মডেল মাদ্রসায় অধ্যায়নরত আছে। ১৪ই ডিসেম্বর ২০২৪ইং ঢাকায় অনুষ্টিত এটিএন রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলো প্রতিযোগীয় দ্বিতীয় রাউন্ডে অংশ গ্রহন করবে বলে জানা যায়। তা ছাড়া ৩০ পাড়ায় বাছাই পর্বে চট্টগ্রাম অডিশনে বাংলাদেশ কোরআনের সুর ফাউন্ডেশন প্রতিযোগীতায় পঞ্চম স্থানে উত্তীন্ন হওয়ায় আগামী ১৬ই জানুয়ারী ২০২৫ইং ঢাকায় অংশগ্রহন করার ডাক পেয়েছেন ছোট্ট সাইমন সাকিব। আগামী ১৪ই ডিসেম্বর ২০২৪ ইং ঢাকা অনুষ্টিত পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ২য় রাউন্ডে অংশ গ্রহন করবেন মো: সাইমন সাকিব, এজন্য সকলের কাছে দোয়া কামনা করেন তার পরিবার। সাইমন সাকিবের বাবা বাংলাদেশ ডাক বিভাগ বান্দরবান বিভাগীয় হেড অফিসে পি.ও. (কর্ম ও সংস্খপন শাখায়) কর্মরত রয়েছে। মো: আকতার হোসেন বলেন মনে অনেক আশা আকাংখা ছিল একজন ছেলে কোরআনের হাফেজ বানাতে হয়তো মহান আল্লাহ আশা সফল করতে যাচ্ছে সেজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, এবং অত্র মাদ্রাসার সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ১৪ই ডিসেম্বর কোরআনের আলো প্রতিযোগিতায় সাইমন সাকিব যেন উত্তীন্ন হয়ে সবার মুখ উজ্জল করতে পারে তাই সমগ্র দেশবাসীর কাছে দোয়া কামনা করেন বাবা আকতার হোসেন ও তার পরিবার।


এ বিভাগের আরও সংবাদ