• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

রাজশাহীর মোহনপুরে গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় বিএনপি’র আনন্দ মিছিল

দৈনিক যায় যায় বেলা, মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:-
Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

দৈনিক যায় যায় বেলা, মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ খালাস পাওয়ায় বিএনপি’র সব আসামি খালাস পাওয়ায় রাজশাহীর মোহনপুর উপজেলায় আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে জাতীয়তাবাদী দলের উদ্যোগে একটি আনন্দ মিছিল শুরু হয়। মোহনপুর উপজেলা শাখা কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে মিছিলটি রাজশাহী- টু নওগাঁ মহাসড়ক জুড়ে থানা মোড় ঘুরে শান্তিপূর্ণ অবস্থানে আনন্দ মিছিল করেন দলের নেতাকর্মীরা আবার কার্যালয়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ শেষ করেন। উপজেলা বিএনপি’র আহবায়ক বাকশিমইল ইউপি সাবেক চেয়ারম্যান মাহবুব আর রশিদ ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু রহমানের নেতৃত্বে উপজেলা বিএনপি, সহযোগী অঙ্গসংগঠন আয়োজনে শান্তিপূর্ণ অবস্থানে আনন্দ মিছিল করেন দলের নেতাকর্মীরা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, সদস্য আব্দুল কাদের, সদস্য শামসুজ্জোহা শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক ডাবলু, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল রুবেল, আরিফ সরকার, মোহাম্মদ আলী, টুটন, হাবিব দেওয়ান, বিএনপি নেতা আব্দুল মালেক, জাফর ইকবাল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাকিবুল হাসান লিটন, মুন, যুবনেতা রহিম, মোজাম্মেল, মৌগাছী ইউপি’র সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল,সাধারণ সম্পাদক ইউনুচ আলী সহ বিএনপি’র সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ বিভাগের আরও সংবাদ