• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

চুনারুঘাটে বেড়ে চলেছে বিদ্যুৎতের ট্রান্সফার মার চুরি, কয়েকশ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন।

মীর জুবাইর আলমঃ
Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

মীর জুবাইর আলম‌।

হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের বিদ্যুৎতের ট্রান্সফরমার চুরি হয়ে কয়েশত পল্লী বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। স্হায়ী সূত্রে জানাযায় গত কাল রাতে বিদ্যুৎতের খুঁটি থেকে ট্রান্সফার এর খুলে ড্রামটি রেখে তামার তার এবং তেল চুরি করে নিয়ে যায়। পরে জারুলিয়া,গরজারিপাড় সহ দুইটি গ্রামের কয়েশত পল্লী বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে।স্হানীয় লোকজন বলেন এখন সহ তৃতীয় বারের মত একই খুঁটি হতে বিদ্যুৎতের ট্রন্সফার চুরি হয়েছে।আমরা প্রতিনিয়তই ট্রান্সফরমার  চুরি হওয়ার পর ৫০% টাকা জমা দিয়ে ট্রান্সফরমার লাগাতে হয়েছে যার ফলে আমরা চরম ভুক্তভোগী হতে হয়।ট্রান্সফরমার চুরি হওয়ার পর পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের কে জানানো হলেও কর্তৃপক্ষের নিকট থেকে চুরি হওয়ার ট্রান্সফরমার উদ্ধার করা সম্ভব হয়নি এবং কোন চোর শনাক্ত করতে পারেনি পল্লী বিদ্যুৎ। যার ফলে পল্লী বিদ্যুৎ গ্রাহকগন চরম হতাশা হয়ে আছে। পল্লী বিদ্যুতের চুনারুঘাট উপজেলা ডিজিএম সাহেবের নিকট জানতে চাইলে বলেন ট্রান্সফরমার চুরি হয়েছে আমরা জেনেছি তবে এখন এখন পর্যন্ত থানায় কোন জিডি করা হয়নি তবে অতি শীঘ্রই  আমরাই ট্রান্সফরমার চুরি বিরুদ্ধে আমরা থানায় জিডি করব। পরবর্তীতে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজারের নিকট জানতে চাইলে তিনি বলেন যদি ট্রান্সফরমার চুরি হয় তাহলে ৫০% টাকা অফিসে জমা দিলে বাকি ৫০% বিদ্যুৎ বিভাগ দিয়ে ট্রান্সফরমার লাগিয়ে দেওয়া হবে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎতের জেনারেলের ম্যানেজার বলেন  বলেন আমি মাসিক সমন্বয় হবিগঞ্জ পুলিশ সুপার সাহেবকে লিখিত আকারে জানিয়েছি।বিদ্যুতের ট্রান্সফর্মার চোরদের সনাক্ত করে মালামাল উদ্ধার করতে।হবিগঞ্জ পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে,অতিশীঘ্রই চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।বর্তমানে নতুন করে কোন চোর সনাক্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয় হবে।


এ বিভাগের আরও সংবাদ