• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

কাঠালিয়া উপজেলার ৫ নং শৌলোজালীয় ইউনিয়নে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনে আলোতে জমি দখল ও বাড়িঘর ভাঙচুর নগদ টাকা স্বর্ণ অলংকার লুট কাঠালিয়া থানায় লিখিত অভিযোগ।

মোঃ রাজিব খান কাঠালিয়া।।
Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

মোঃ রাজিব খান কাঠালিয়া।।

ঝালকাঠি জেলার উপজেলার ৫ নং শৌলোজালীয় ইউনিয়নে একটি অসহায় পরিবারের ঘরবাড়ি ভাঙচুর করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।  অভিযোগ সূত্রে জানা যায় ৫.নং সৌলোজলিয়া ইউনিয়নের ০৪.নং ওয়ার্ডের বলতলা গ্রামের। মৃত বারেক আকন )এর ছেলে মোঃ বেলায়েত আকন সহ ১১.জনের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন (১)মোঃ বেলায়েত আকন পিতা মৃত বারেক আকন,(২)মোঃ মারুফ আকন,(৩)মোঃ মাহাবুব আকন,(৫)মোঃ কুদ্দুস মুন্সী,(৫)মোঃ অহিদ মুন্সী,(৬) মোঃ ছলেমান সরদার,(৭) মোঃ নয়ন হাওলাদার,(৮)মোঃ আমিনুল আকন,(৯)মোঃ মহিউদ্দিন আকন,(১০) মোঃ জাকির ফকির,(১১)মোসাঃ লাভলী বেগম স্বামী বেলায়েত আকন, সর্ব সাং চরাইল থানা ভান্ডারিয়া জেলা পিরোজপুর সহ ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির জড়িত রয়েছে।জমির মালিক মোসা: জয়ফুল বেগম। দৈনিক যায়যায় বেলাকে জানিয়েছেন, মৃত মালেক হাওলাদার) কাঠালিয়া জালকাঠি ২৫ নং মৌজার ১১৮৩নং দাগে ৬০ শতাংশ জমি,স্বামীর ওয়ারিশ সূত্রে বিদ্যমান থাকিয়া বসতবাড়ি গড়িয়া দীর্ঘদিন যাবত বসবাস করে আসছি। হঠাৎ করে ভূমিধস্য বেলায়েত বাহিনী ১/১২/২৪ তারিখ সকাল আনুমান ৫ ঘটিকার সময় উল্লেখিত ব্যক্তিরা সহ একদল ভাড়াটিয়ে সন্ত্রাসী নিয়ে বসত বাড়ি ভাঙচুর করে স্বর্ণ অলংকার নগদ অর্থ লুটপা করেন নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়, বেলায়েত বাহিনীরা ।এ সময় জাতীয় সেবা ৯৯৯ এ ফোন করিলে থানা পুলিশের কোন সহযোগিতা পায়নি বলে জানা যায়। ঘরভাঙ্গা ভিডিও এবং ছবি নিয়ে কাঠালিয়া থানায় লিখিত অভিযোগ দিলেও গঠনাস্থলে এখন পর্যন্ত কোন প্রশাসন যায়নি।উল্লেখিত অভিযোগের বিষয় কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ দৈনিক যায়যায় বেলাকে জানিয়েছেন মুঠোফোনে সাক্ষাৎকার দিবোনা আপনার প্রতিনিধি পাঠিয়ে দিয়েন। বাদীর উল্লেখিত অভিযোগের বিষয় কাঠালিয়া থানা পুলিশের কাছ থেকে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।স্থানীয় একাধিক সচেতন মহলের দাবি সুস্থ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে অতি দ্রুত আইনগত ব্যবস্থা না হোক।


এ বিভাগের আরও সংবাদ