• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

কক্সবাজারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার আ.লীগ নেতা শরীফ বাদশার ভাগিনা

দৈনিক যায়যায় বেলা।।
Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

দৈনিক যায়যায় বেলা।।

কক্সবাজারের মহেশখালীতে জি-৩ রাইফেলসহ আরও তিনটি অস্ত্র নিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা শরীফ বাদশার ভাগিনা সাজ্জাদ।জানা যায়, উক্ত আসামি আটকের সময় ১টি বিদেশি জি-৩ রাইফেল, ১টি দুনালা বন্দুক, ১টি দেশীয় তৈরী এক নালা বন্দুক, ১টি এলজি, ৯ রাউন্ড গুলি, গুলি ভর্তি ১টি ম্যাগজিনসহ উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল গ্রামের চেয়ারম্যান শরীফ বাদশার বাড়ির পাশের একটি ঝুপড়ীঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক একই গ্রামের আবদু শুক্কুরের ছেলে বলে জানা যায়।মহেশখালী থানা সূত্রে জানা যায়, বড় মহেশখালীর বড় ডেইলে বিশেষ অভিযানে যায় পুলিশ। এ সময় দুইজন লোক পালিয়ে গেলেও সাজেদ নামের একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চেয়ারম্যান শরীফ বাদশার বাড়ির পাশের একটি ঝুপড়ী ঘর থেকে তল্লাশি চালিয়ে ওসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে কক্সবাজার জেলা থেকে আরও একটি জি-৩ রাইফেলসহ শরীফ বাদশার আরেক সহযোগী বেলাল নামের এক যুবককে আটক করা হয়েছিলো এবং বেলাল ও শরীফ বাদশাহর বিরুদ্ধে একটি অস্ত্র মামলাও হয়। সহযোগী বেলাল এখনও কারাগারে থাকলেও ধরাছোঁয়ার বাহিরে গ্যাং লিডার শরীফ বাদশাহ। এই অবস্থায় আরও একটি জি-৩ রাইফেল উদ্ধার হওয়ার ধরুন সাধারণ মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।মহেশখালীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই অস্ত্র ব্যবসায়ী আ.লীগ নেতা শরীফ বাদশাহকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


এ বিভাগের আরও সংবাদ