• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

বদলগাছীর ঐতিহাসিক পাহাড় পুরে ৮৬ ব্যাচের মিলন মেলা। 

মোঃ সারোয়ার হোসেন অপু  নওগাঁ জেলা প্রতিনিধি,
Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

মোঃ সারোয়ার হোসেন অপু  নওগাঁ জেলা প্রতিনিধি।।

এ এক আবেগ ঘন মূহুর্ত,অনেক প্রতীক্ষার সময় পেরিয়ে অবশেষে এল সেই দিন। ২৯ নভেম্বর নওগাঁর ঐতিহাসিক পাহাড় পুর এস,এস,সি ৮৬ বদলগাছী বন্ধুদের আয়োজনে মিলন মেলায় অংশগ্রহণ করে প্রায় দেড় শতাধিক স্কুল বন্ধু। প্রায় ৩৮ বছর পর একে অপরের সংগে দেখা হয়।হয় নতুন করে পরিচয়, কুশল বিনিময়। সকাল ১০ টা থেকে তাদের আগমন শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত অবস্থান। মিলন মেলার শুরুতেই বন্ধুদের ফুলেল শুভেচছায় একে অপরকে বরন করে। কিছু সময়ের জন্য অতীত স্মৃতি স্মরণ করতে গিয়ে পঞ্চাশোর্ধ বন্ধু গন খুঁজে পায় ১৫ থেকে ১৬ বছর বয়সকে।আর তাই মেতে উঠেন গান, কবিতা, কৌতুক, কুইজ আর আড্ডায়।সারাদিন আনন্দ আর আনন্দ। এরই মধ্যে পশ্চিম আকাশে সুর্য অস্ত যেতে প্রস্তুত।তাগাদা এলো ঘরে ফেরার। বেজে উঠল বিষাদের শুর। সময় হলো ঘরে ফেরার। যেতে নাহি দেব তবু যেতে দিতে হয়। কি এক মুহুর্ত, একজন আর একজনের কাছে থেকে বিদায়ের পালা। এভাবেই অনুভূতি গুলো ব্যক্ত করছিল ১৯৮৬ সালের এস,এস,সিতে কৃতকার্য হওয়া উক্ত অনুষ্ঠানে আসা বিভিন্ন বন্ধুগন।বিদায় বেলা আয়োজকরা ছোট্ট পরিসরে আজকের এই আয়োজন আগামীতে আরো বড়ো ও সুন্দর করার আশা পোষণ করে নীড়ে ফিরে।


এ বিভাগের আরও সংবাদ