• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

তৃতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে দ্বিতীয় স্ত্রী

মোহাম্মদ লাল মিয়া (জাহিদ),নীলফামারী জেলা প্রতিনিধিঃ
Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

মোহাম্মদ লাল মিয়া (জাহিদ),নীলফামারী জেলা প্রতিনিধিllমোহাম্মদ লাল মিয়া (জাহিদ),নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় তৃতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী ।গুরুতর আহত অবস্থায় ওই যুবককে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (২৫ নভেম্বর) গভীর রাতে  উপ‌জেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে।আহত স্বামীর নাম আব্দুল হাকিম (৩০)। তিনি ওই গ্রা‌মের সাদেক আলীর ছেলে। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী আসমা বেগম (২৫) পলাতক রয়েছেন। আসমা নরসিংদী জেলার বাসিন্দা।ভুক্তভোগী যুবকের পরিবার সূত্রে জানা গেছে , আট বছর আগে আব্দুল হাকিমের প্রথম বিয়ে হয়।তাদের সংসারে দুই ছেলে রয়েছে। এরপর চার বছর আগে পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে হাকিম। সম্প্রতি তৃতীয় বউ হিসেবে সে এক মেয়েকে বাড়িতে নিয়ে আসে। পরে সোমবার দিবাগত রাতে তার দ্বিতীয় স্ত্রী আসমা ওই ঘটনা ঘটায়।হাকিমের মামা আজম জানান, তৃতীয় ‌বি‌য়ের পর থে‌কে স্বামী ও স্ত্রীর ম‌ধ্যে কলহ চল‌ছিল। রাতে ঘুমানো অবস্থায় হাকিমের পুরুষাঙ্গ কে‌টে ফে‌লে তার স্ত্রী আসমা। প‌রে বাড়ির লোকজন বুঝতে পেরে তা‌কে উদ্ধার ক‌রে রংপুরের একটি বেসরকারি হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে । প্রচুর রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা ভালো নয়। তার স্ত্রী বা‌ড়ি থে‌কে পা‌লি‌য়েছেন বলে জানান আজম।পরিবারের দাবি, আব্দুল হাকিমকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার বলেন, স্বামী তৃতীয় বিয়ে করায় ক্ষোভ থেকেই দ্বিতীয় স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন। তবে বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন আছেন।এ বিষয়ে জানতে চাইলে ডিমলা থানার তদন্ত ওসি আব্দুর রহিম বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ বিভাগের আরও সংবাদ