মোঃ আবু বকর সিদ্দিক বাগেরহাট ।
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল ৪টার দিকে ডেউয়াতলা কে.সি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় মাজলিশে শুরার সদস্য বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য বাগেরহাট জেলা জামায়াতের নায়েব আমির এ্যাডঃ মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা জামায়াতে ইসলামের শিক্ষা ও গবেষণা সভাপতি মোরেলগঞ্জ শরণখোলার গণমানুষের নেতা অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম । মোংলা উপজেলার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট কলামিস্ট এবং সাংবাদিক অধ্যাপক মাওলানা কোহিনুর সরদার । মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা শাহাদাত হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণ সমাবেশে আরো বক্তব্য রাখেন, মোরেলগঞ্জ পৌর আমির মোঃ রফিকুল ইসলাম, বাগেরহাটের এপিপি, সাবেক জিউধরা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাড. রফিকুল ইসলাম স্বপন, শ্রমিক নেতা মোঃ রেজাউল করিম, মোঃ মহিব্বুল্লাহ রফিক প্রমূখ। সমাবেশে প্রধান অতিথি বলেন, ৫ই আগস্ট এর পরে আমরা যে স্বাধীনতা পেয়েছি , এ স্বাধীনতাকে আনন্দ উল্লাস করে কাটিয়ে দিলে চলবে না । দিনের আলোতে ইসলামী আন্দোলনের কাজ করবেন এবং রাতের আঁধারে সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন । কোন সাহায্য পেতে হলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে । দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে দুর্নীতিমুক্ত মানুষ তৈরি করতে হবে । আমাদেরকে অন্যায় মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে । আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে হবে । তিনি আরো বলেন, ৫ই আগস্ট এর পরে জামায়াত ইসলামের কোন কর্মী দ্বারা কোন লোক ক্ষতিগ্রস্ত হয়নি । ঘের দখল লুটতরাজ,সমাজ এবং রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোন কাজ করা জামায়াত ইসলামের আদর্শ নয় । বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এ দেশের হিন্দুরা সংখ্যালঘু নয় । তারা এদেশের নাগরিক। মসজিদ পাহারা দিতে যদি কোন প্রশাসনের প্রয়োজন হয় না । তাহলে মন্দির পাহাড়া দিতেও কোন প্রশাসনের প্রয়োজন হবে না । একজন নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে । তাদেরকে পাহারা দিয়ে রাখার দায়িত্ব আমাদের । জামায়াত ইসলামী কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরও বলেন, আমাদেরকে ভিন্ন ধর্মালম্বী ভাই, বোনদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে ।