মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:
রাজশাহীর মোহনপুর উপজেলায় স্থানীয় সরকারের উপপরিচালক জাকিউল ইসলামের আগমন উপলক্ষে মোহনপুর উপজেলা প্রশসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গত বৃহস্পতিবার ২১(নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনে তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) আয়শা সিদ্দিকা, সহ উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম। উপজেলা পক্ষ থেকে জানা যায়, স্থানীয় সরকারের উপপরিচালক মহোদয় মোহনপুর উপজেলা পরিষদের ছয়টি ইউনিয়নের উন্নয়ন প্রকল্পের পরিদর্শনে এসেছেন। ইউনিয়নের মধ্যে কেশরহাট পৌরসভা, রায়ঘাটি ইউনিয়ন পরিষদ, বাকশিমইল ইউনিয়ন পরিষদ সহ মোহনপুর উপজেলার সার্বিক উন্নয়ন প্রকল্পের পরিদর্শন করেন।