বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌর শহরের বিভিন্ন দোকানে সরকার নির্ধারিত মূল্যের অধিক গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার(২১ নভেম্বর) বিকেলে মধুপুর পৌরসভাধীন বিভিন্ন গ্যাস সিলেন্ডার বিক্রয় প্রতিষ্ঠানে গিয়ে এ জরিমানা করা হয়।এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫জন গ্যাস সিলেন্ডার বিক্রয় প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্টটি পরিচালনা করেন, মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন এসআই রিয়াদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।