• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

ঝালকাঠি আদালত চত্বরে সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে জাতীয় বেইমান আখ্যায়িত করে জুতা-ডিম নিক্ষেপ করেছে জেলা বিএনপির নেতা নেতাকর্মীরা। 

মোঃ মোল্লা শাওন।।
Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তমকে কারাগারে পাঠিয়েছে আদালত।কাঁঠালিয়ার বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়। ঝালকাঠির আদালত প্রাঙ্গণে আনা হলে বিএনপির নেতা-কর্মীরা শাহজাহান ওমরের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে। জাতীয় বেইমান আখ্যায়িত করে শাহজাহান ওমরকে লক্ষ করে জুতা ও ডিম মারে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।বুধবার রাতে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী হয়ে শাহজাহান ওমরসহ ৯জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।শাহজাহান ওমরের রাজাপুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে তিনি গাড়িতে করে বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুরে যাওয়ার পথে উত্তর পিংড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে।পরে ভাঙা গাড়ি নিয়ে তিনি রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। দুপুরে তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কাঠালিয়া) আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা বিনতে শহিদ কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৭ টার দিকে উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবন মেহজাবিনে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে বাসভবনের তিনটি গ্লাস ভেঙে যায়।এ খবর শুনে বৃহস্পতিবার সকালে বরিশালের বাসা থেকে শাহজাহান ওমর তার গাড়ি নিয়ে রাজাপুরের বাসার উদ্দেশ্যে রওয়ানা করেন। বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিংড়ি এলাকায় পৌছলে জাতীয় বেঈমান আখ্যায়িত করে তার গাড়িতে হামলা ও ভাঙচুর করে বিএনপির নেতা কর্মীরা।ভিন্ন পথ দিয়ে সাংগর গ্রামের বাড়িতে কিছুক্ষণ অবস্থান নিয়ে শাহজাহান ওমর রাজাপুর থানায় অভিযোগ করেত যান। তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন।পুলিশ থানার প্রধান ফটক আটকে দিয়ে শাহজাহান ওমরকে ভেতরে বসিয়ে রাখে। এদিকে শাহজাহান ওমরের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে ঝালকাঠি রাজাপুর নলছিটি সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিলিছ করে জেলা বিএনপির। নেতাকর্মীরা।জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, শাহজাহান ওমর বিএনপি ও সাধারণ মানুষের সাথে বেইমানি করেছে। মীর জাফর শাহজাহান ওমরের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। দীর্ঘ দিন বিএনপির রাজনীতি করে হঠাৎ ভোল পাল্টে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বাগিয়ে এনে এমপি হয়েছিলেন ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন দৈনিক যায়যায় বেলাকে জানান, থানার বাইরে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। কাঁঠালিয়া থানার একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে।


এ বিভাগের আরও সংবাদ