ঝালকাঠি প্রতিনিধি।
ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা প্রদান ও ধর্মীয় উষ্কানীর প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশা গ্রামে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে ওই এলাকার বাসিন্দারা। মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী রাস্তার কাজে বাধা প্রদান ও ধর্মীয় সম্প্রীতি নষ্টকারী চক্রের বিচার দাবী করে বিভিন্ন শ্লোগান দিয়ে প্রশাসনের কাছে বিচারের দাবী জানান। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আলী হাওলাদার, এইচএম নুরুজ্জামান ও রস্তুম আলী হাওরাদারসহ স্থানীয় বাসিন্ধারা বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, উত্তর মানপাশা গ্রামের গাববাড়ী থেকে কাদের মেম্বারের বাড়ী পর্যন্ত কাচা রাস্তাটি বিগত ৫০ বছর ধরে ব্যবহার করে আসছে স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্ধা মুসলিম-হিন্দু সকলের দেয়া জমির উপর দিয়ে তৈরী হওয়া ওই রাস্তাটি সম্প্রতি এলজিইডি কার্পেটিং করণের জন্য টেন্ডার প্রক্রিয়ার সম্পন্ন করে। গত ২৬ জুন এলজিইডি থেকে রাস্তার কাজ করতে এক ঠিকাদারকে চুড়ান্ত কার্যাদেশ দেন। বিষয়টি টের পেয়ে গ্রামের একটি দুষ্ট চক্র জনস্বার্থে নির্মিত রাস্তার কাজ বন্ধ করতে তৎপর হয়ে ওঠে এবং রাস্তা সংলগ্ন কয়েকটি সংখ্যালঘু পরিবারকে দিয়ে আদালতে মামলা করায়। মামলায় আদালত এলজিইডিকে কারন দর্শানোর নোটিশ দিলে এলজিইডি কর্তৃপক্ষ বিস্তারিত জবাব দেন ও কোন রাস্তার কার্যাদেশ দেওয়া হলে তার বন্ধ করা যায়না বলে জানান। এ অবস্থায় আইনগত কোন বাধা না থাকলেও ষরযন্ত্রকারী দুষ্ট চক্রটি বাধা দেয়ায় বর্তমানে ঠিকাদার ভয়ে রাস্তার কাজ শুরু করতে পারছেনা। তাই মানব বন্ধনে দ্রুত রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন করে জনসাধারণের চলাচলের উপযোগী করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ভুক্তভোগী এলাকাবাসী আরো জানান, চিহ্নিত মামলাবাজ আ’লীগনেতা স্বপন শীলের মদদে ছাত্রলীগ নেতা পল্লব শীল, যুবলীগ নেতা উজ্জল শীল, যুবলীগ নেতা রঞ্জিত শীল এ চক্রের সাথে জড়িত রয়েছে। ইতোপুর্বে আদালতের বিচারকের স্বাক্ষর জাল করে জেলখাটাসহ বহু অপকর্মের হোতা স্বপন চক্রান্ত করে স্থানীয় সুকুমার শীল ও সুনীল শীলকে দিয়ে মামলা পেতে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ করাচ্ছে। এমন কি সে কাজটি বানচাল করতে ধর্মীয় উষ্কানী দিয়ে সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতা নষ্ট করছে বলে অভিযোগ করেছেন। #