আবদুল হামিদ ।।
কক্সবাজারের চকরিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ৪ আসামীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন-রিয়াজ উদ্দিন (২৭)উপজেলার বিএমচর ইউপির ২নং ওয়ার্ডের ছৈইন্যামার ঘোনা এলাকার নুর আহমদ প্রকাশ নুর মোহাম্মদের ছেলে, রহিম দাদ (৪২) ডুলাহাজারা ইউপির রিংভং ছগিরশাহ কাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে,একই ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে আবদুল গণি(৪৩)।আরো একজনের নাম জানা হয়নি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া বলেন পরোয়ানাভূক্ত রিয়াজ উদ্দিন (২৭) এর বিরদ্ধে থানার মামলা নং- ২২/২৪ইং, রহিম দাদ (৪২) এর বিরুদ্ধে সিআর ও আবদুল গণি(৪৩) এর বিরুদ্ধে সিআর মামলা থাকায় গ্রেফতার করা হয়।একই মঙ্গলবার দুপুরে ধৃতদেরকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে