বিচার প্রার্থীর আইনজীবী নিয়োগ তার সাংবিধানিক অধিকারতিনি যত বড় অপরাধী হন না কেন তিনি তার পক্ষে আত্মপক্ষ সমর্থনের জন্য অবশ্যই আইনজীবী নিয়োগ দিতে পারিবেন।যদি কোন বিচার প্রার্থী আইনজীবী নিয়োগে অসমর্থ হন তাহলে রাষ্ট্র তার পক্ষে বিচার প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে আইনগত সহায়তা কমিটির মাধ্যমে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ দিয়ে থাকেন। অনেক সময় মাননীয় বিচারকগণ অভিযুক্তকারীর পক্ষে আইনজীবী নিয়োগ দিয়ে থাকেন। যাকে আমরা State Defense বলে থাকি। ফৌজদারি কার্যবিধি৩৪০(১) ধারার বলা হয়েছে ফৌজদারী আদালতে কোন অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তির অথবা এরূপ কোন আদালতে এই আইন অনুসারে যাহার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে তার আইনজীবী দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার তাহার থাকিবে।সংবিধানের ৩৩ (১)এর অনুচ্ছেদ বলা হয়েছে গ্রেফতারকৃত কোন ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্রই গ্রেফতারের কারণ জ্ঞাপন না করিয়া প্রহরার আটক রাখা যাইবে না এবং উক্ত ব্যক্তিকে তাহার মনোনীত আইনজীবী সহিত পরামর্শের ও তাহার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হইতে বঞ্চিত করা যাইবে না।সুতরাং প্রতিটি বিচার প্রার্থী তাহার আত্মপক্ষ সমর্থনে আইনজীবী নিয়োগ দান করতে পারিবে এটি তার সাংবিধানিক ও আইনগত অধিকার বটে। কোন ক্ষমতার বলে উক্ত অধিকার খর্ব করা যায় না।এ্যাডঃমোঃফয়সাল খানহেড অফ চেম্বারস্রেসকিউ "ল" ফার্মঝালকাঠি।