কে এম সোহেব জুয়েল গৌরনদী।বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনে গনতন্ত্র পূনরুদ্ধারর মধ্য দিয়ে স্বচ্ছ নির্বাচন উপহার দিয়ে বিদ্যালয়র ছাত্র অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। সচেতন মহলের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সারা জুগিয়ে প্রশংসার সর্বাউচ্ছ স্হান অধিকার করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আবদুল্লাহ খান। দীর্ঘ এক মাস প্রচার প্রচারনার মধ্যে দিয়ে ১৮ নভেম্বর সোমবার সকাল ৯ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট চলাকালীন সময় ভোটে কোন প্রকার অপ্রতিকর ঘটনা লক্ষ্য করা যায় নাই।তবে নির্বাচনে প্রতিযোগিতা মুলক অংশগ্রহনকারি ৭ জন অভিভাবক সদস্যকেই প্রার্থী হিসেবে শালীনতা বজায় রেখেই কেন্দ্রে উপস্থিতি থাকার দৃশ্য লক্ষ করা গেছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম বলেন , গনতান্ত্রিক প্রকৃয়ায় নির্বাচনি কমিটি বিদ্যালয়ের উন্নয়নে ভাগ্য পরিবর্তন আনবেন বলে বিশ্বাস করেন তিনি।অপর দিকে নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত গৌরনদী উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মেঃ আবদুল জলিল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ভোটে কোন অনিয়ম নেই তবে কেউ অনিয়ম করার চিন্তে মাথায় নিলে প্রশাসনিক ভাবে কঠর হস্তে দমন করবেন তিনি। অপরদিকে প্রশাসনের দিক থেকে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফোরকান হোসেন হাওলাদার সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরাপক্ষ হতে তার পক্ষ থেকে সর্বপ্রকার প্রশাসনিক ব্যাবস্হা নেওয়া হয়েছে। স্হানীয় অনেকে মাঝে সরিকল ক্রিড়া একাডেমিক মোঃ মতিউর রহমান নয়ন ও সরিকল বন্দরের বিশিষ্ট ব্যাবসায়ি মোঃ মাছুম হোসেন মৃধা সহ অনেকে বলেন দীর্ঘ ৯ বছর স্বৈরশাসকের মধ্য দিয়ে নিজ খেয়াল খুশিমত নিয়োগ বানিজ্য সহ নানান অপকর্মের মধ্য দিয়ে বিদ্যালয় পরিচালনা করে আসছিলেন অনির্বাচিত ম্যানেজিংকমিটির স্বৈরশাসকের দোষররা। তবে ১৮ নভেম্বর সোমবার গনতান্ত্রিক প্রকৃয়ার মধ্যে দিয়ে স্বচ্ছ নির্বাচন উপহার দেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ, আবু আবদুল্লাহকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থী অভিভাবক ও স্হানীয়রা। তারি সাথে তাদের মহান নেতা বরিশাল -১ আসনের সাবেক সাংসদ এম জহির উদ্দিন স্বপনের সঠিক চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন তারা।এদিকে ৭ জন প্রার্থী অভিভাবক সদস্য হিসাবে নির্বাচনে অংশগ্রহন করলেও, ৪ জনকে নির্বাচিত করা হলে ১ নং ক্রমিক প্রার্থী মোঃ জসিম উদ্দিন ২১০ ভোট পেয়েছেন তার নিকট তম ৩ নং ক্রমিক প্রার্থী সৈয়দ মোঃ নুরুল ইসলাম পেয়েছেন -২০৫ ভোট। ২ নং ক্রমিকের প্রার্থী মোঃ নুরুজ্জামান পেয়েছেন ১৯৪ ভোট তার নিকটতম ৬ নং ক্রমিকের প্রার্থী ১৯০ ভোট পেয়ে বিজয় হওয়ায় ভোট গননার শেষে উপস্থিতিদের মাঝে আনুষ্ঠানিক ভাবে ফালাফল ঘোষনা করেন নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল জলিল।