• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

সাতকানিয়ায় বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী জামায়াতের কর্মশালা 

নুরুল কবির সাতকানিয়া চট্টগ্ৰাম প্রতিনিধি
Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

নুরুল কবির সাতকানিয়া চট্টগ্ৰাম প্রতিনিধি।। চট্টগ্রামের সাতকানিয়ায় বাছাইকৃত অগ্রসর কর্মীদের মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় একটি মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।দিনব্যাপী এ কর্মশালায় কোরআন হাদীস প্রশিক্ষণ, রিপোর্ট পেশ ও পর্যালোচনা, বই নোট, আলোচনা সভা ও মুনাজাতের মাধ্যমে কর্মশালা সম্পন্ন হয়।কর্মশালায় সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর সাবের আহমদ।বিশেষ অতিথি ছিলেন- সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন, বায়তুলমাল সম্পাদক মোঃ রফিক উদ্দিন, অফিস সম্পাদক আবদুর রহমান, সাতকানিয়া সদর ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুল হক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মুহাম্মদ আবু সুফিয়ান প্রমুখ


এ বিভাগের আরও সংবাদ