• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

রাজশাহীর মোহনপুরে কোল্ড স্টোরেজ ম্যানাজার আলু চাষি ও ব্যবসায়ীদের নিয়ে জরুরি সভা

মোঃফয়সাল হোসেন,রাজশাহী ব্যুরো প্রধান:-
Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

মোঃফয়সাল হোসেন,রাজশাহী ব্যুরো প্রধান:

রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শনিবার ১৬ ( নভেম্বর) বিকাল ৩টা,১৫ মি: উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা’র সভাপতিত্বে, উপজেলার বিভিন্ন কোল্ড স্টোরেজের ম্যানাজার এবং বিশিষ্ট আলু ব্যবসায়ী ও আলু চাষিদের নিয়ে জরুরি সভা অনুষ্টিত হয়েছে।এজেন্ট ছিলো আলু বীজ নিয়ে সিন্ডিকেট সহ প্রকৃত আলু চাষীদের আলু বীজ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করণ এবং কোল্ড স্টোরেজে আলু মজুদ রেখে দাম বাড়ানো সম্পর্কে আলোচনা সভা। এ সময় আরও জানতে চান উপজেলার আলু চাষী, আলু মজুমকারী, হিমাগার কর্তৃপক্ষের কাছ থেকে এবং আলু চাষি ও সাংবাদিকদের মতামত জানতে চায়।যে উপজেলায় আলু বীজের সংকট নিরসনে করণীয় হিসেবে আমাদের আলু মজুতদারদের তালিকা নিশ্চিত করা, উপজেলায় অবস্থিত সকল হিমাগারের মালিক এবং ম্যানেজারদের সাথে আলু বীজ নিয়ে যোগাযোগ করা, পাইকারী থেকে খুচরা সকল পর্যায়ে পাকা রশিদ নিশ্চিত করা হবে বলে জানান।অন্যান্য জেলায় ৪৫ টাকা দরে আলু বিক্রি করা হচ্ছে, মোহনপুর এলাকায় এমন সু ব্যবস্হা করা যায় কিনা। বিভিন্ন পরিকল্পনা নিয়ে আগামী দিনে খাবার আলু এবং বীজ আলুর দাম কমানো যায় কিনা, এ ধরনের আলোচনা হয় সভায়,সবকিছু বিবেচনা নিয়ে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয় বলেন, খাবার আলু এবং বীজ আলুর ন্যায্যমূল্য গ্রাহক ও প্রান্তিক আলু চাষীদের নিকট নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় পাইকারি থেকে খুচরা পর্যায়ে আলুর বাজার নিয়মিত মনিটরিং অব্যহিত আছে।নিয়মের অনিয়ম হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে।


এ বিভাগের আরও সংবাদ