• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

রাজশাহীর মোহনপুরে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত 

মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:-
Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:-রাজশাহীর মোহনপুর উপজেলা পৌরসভার কেশরহাট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ১৬ ( নভেম্বর) সকাল ১১ টা: বিদ্যালয়ে প্রাঙ্গণে সমাবেশ টি হয়। অত্র বিদ্যালয়ের সভাপতি ও প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা’র উপস্থিতিতে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সহিদুজ্জামান সহিদুল, এর সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের ম্যাথের শিক্ষিকা সাগিরা হোসনা শাপলা’র সঞ্চালয়ে উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, কেরশরহাট পৌ:সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবেক পৌ: সভাপতি এবং অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি, আলাউদ্দিন আলো,কেশরহাট ডিগ্রি কলেজের প্রভাষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌ: সাবেক সাধারণ সম্পাদক, খোশবোর রহমান,বাংলাদেশ জাতীয়বাদী দল পৌ: বর্তমান সাধারণ সম্পাদক, মশিউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেচ্ছাসেবক রাজশাহী জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ও তানোর সরনজাই ডিগ্রি কলেজের প্রভাষক রাইসুল ইসলাম রাসেল,কেশরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক শাহিন আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজা, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকসহ প্রমূখ।আরও ছিলেন কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র / ছাত্রীর অভিভাবক ও এলাকার সুধীজন বৃন্দ। এসময় উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবক দের প্রশ্নের জবাবে জানতে চান বিদ্যালয়ের সম্পর্কে কোন অভিযোগ আছে কিনা। তাদের মতামত শুনে আগামী দিনে বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার মান উন্নয়ন করার বিষয়ে শিক্ষকদের কড়া নির্দেশনা দেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই আস্তা দেন অভিভাবকদের।সমাবেশ শেষে প্রতিষ্ঠানের সভাপতি (ইউএনও) এর নেতৃত্বে বিদ্যালয়ের কক্ষে একটি জরুরি মিটিং’র আয়োজন করেন। মিটিং শেষ করে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক।


এ বিভাগের আরও সংবাদ