মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা প্রতিনিধি।।নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে মওলানা ইয়াছিন আলীকে আমির ও মওলানা আহসান হাবিবকে সেক্রেটারী করা হয়েছে। ৯৮ জন রুকুনের প্রত্যক্ষ ভোটে এই কমিটি গঠন করা হয়।১৬ নভেম্বর শুক্রবার বদলগাছীতে আয়োজিত এক সভায় আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও নায়েবে আমির করা হয়েছে মওলানা ইলিয়াস হোসেনকে। সহ সেক্রেটারী মওলানা সামিম রেজা, কর্মপরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৮ জন। সংশ্লিষ্টরা জানান, দলকে গতিশীল করার লক্ষ্যে সভায় আগামী এক বছরের জন্য এ কমিটিকে অনুমোদন দেয়া হয়েছে।